Pages

Ads 468x60px

Our Sopnsors

Pages

Latest Widgets

New Blogger Templates

About Me

Featured Posts

Sunday, January 6, 2013

স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি

8dae58a81254463243a8f9bfe92c4a11
স্বাধীনতা তুমি পুত্র হারা দুঃখিনী মায়ের সদা
বয়ে চলা একটি দীর্ঘ নিঃশ্বাস;
স্বাধীনতা তুমি বাল্য বিধবার নিঃসঙ্গ জীবনে
বেঁচে থাকার একটি বিশ্বাস।
স্বাধীনতা তুমি ত্রিশ লক্ষ মানুষের
রক্ত-রাঙ্গা সবুজ বুক;
স্বাধীনতা তুমি ফিরে আসা স্বামীর
হাসি মাখা প্রিয় মুখ।
স্বাধীনতা তুমি অসংখ্য বীরাঙ্গনার
সসম্ভ্রমে বেঁচে থাকার আশা;
স্বাধীনতা তুমি একটি রক্ত রাঙ্গা
সবুজ বুক জুড়ে ভালোবাসা।
স্বাধীনতা তুমি বিধবা মায়ের প্রতিদিন
পথ-পানে চেয়ে থাকা;
স্বাধীনতা তুমি ফেলানীর লাশ হয়ে
কাঁটা তারে ঝুলে থাকা!
স্বাধীনতা তুমি প্রতিহিংসার খড়গে ঝরে পড়া
বিশ্বজিতের বাঁচার আকুতি;
স্বাধীনতা তুমি একটি স্বাধীন দেশের সীমান্তে
লাশ হয়ে পড়ে থাকা রীতি!
etush00_1325941717_1-app_full_proxy.php
স্বাধীনতা তুমি শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত
একটি সোনার বাংলাদেশ;
স্বাধীনতা তুমি দুর্নীতিবাজের ইচ্ছের কবলে
হতে পারো না নিঃশেষ।
স্বাধীনতা তুমি ষোল কোটি মানুষের বুকে বেঁচে থাকা
জীর্ন শীর্ণ দেহে একটি প্রাণ;
স্বাধীনতা তুমি “স্বাধীন” নামক লাল সবুজে
একটি ফুলের সুবাসিত ঘ্রাণ।
bored-baby-1284
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-১২-২০১২ | ১৯:২১ |
    Delete
    স্বাধীনতা তুমি ষোল কোটি মানুষের বুকে বেঁচে থাকা
    জীর্ণ শীর্ণ দেহে একটি প্রাণ;
    স্বাধীনতা তুমি “স্বাধীন” নামক লাল সবুজে
    একটি ফুলের সুবাসিত ঘ্রাণ।
    আপনার আজকের লিখা উপহারে যথেষ্ট নতুনত্ব রয়েছে।
    আমার পছন্দ হয়েছে প্রিয় সেতু ভাই। শুভেচ্ছা গ্রহন করুন। ধন্যবাদ। Clover
  2. ডা. দাউদ : ১৭-১২-২০১২ | ২০:০৩ |
    Delete
    স্বাধীনতা তুমি পুত্র হারা দুঃখিনী মায়ের সদা
    বয়ে চলা একটি দীর্ঘ নিঃশ্বাস;
    স্বাধীনতা তুমি বাল্য বিধবার নিঃসঙ্গ জীবনে
    বেঁচে থাকার একটি বিশ্বাস।
  3. মেহেদি৪৪ : ১৮-১২-২০১২ | ১:১৫ |
    Delete
    এ জেন সেতুবন্ধন নামে আরেক শামসুর রহমান!! Razz
    অনেক অনেক ভালো লেগেছে, শুভ কামনা থাকলো কবির জন্য।
  4. মোমেরমানুষ : ১৮-১২-২০১২ | ১০:৩১ |
    Delete
    56000 হাজার বর্গমাইলের এই জেলে আজ 16 কোটি মানুষ বন্দী! সবাই স্বাধীনতা চায় কিন্তু
    স্বাধীনতা তুমি ষোল কোটি মানুষের বুকে বেঁচে থাকা
    জীর্ন শীর্ণ দেহে একটি প্রাণ;
    স্বাধীনতা তুমি “স্বাধীন” নামক লাল সবুজে
    একটি ফুলের সুবাসিত ঘ্রাণ।

About me